নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ১০,এপ্রিল :: সুপ্রিম কোর্টের এক নির্দেশে ২০১৬ সালে রাজ্য স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিযুক্ত প্রায় ২৬০০০ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন যে এই নিয়োগে কেলেঙ্কারি হয়েছে। তা স্বচ্ছতার সঙ্গে তা করা হয় নি। যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা করা যাবে না। তাই পুরো প্যানেলটি বাতিল করা হয়েছে।
এর বিরুদ্ধে গোটা বাংলার সঙ্গে বুধবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলা যোগ্য শিক্ষক শিক্ষিকা, অশিক্ষা কর্মী অধিকার মঞ্চের ব্যানারে শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষা কর্মীরা আসানসোলের এসবি গড়াই রোডের সুকান্ত ময়দান সংলগ্ন ডিআই অফিস পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন। সেখানে পৌঁছানোর পর তারা অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন।
তারপর তারা অফিসে ঢুকে পশ্চিম বর্ধমান জেলার ডিআই সুনীতি সাঁপুইয়ের চেম্বারের সামনে স্লোগান দিতে থাকেন। চলে তুমুল বিক্ষোভ। তবে এই সময় ডিআই বা অন্য কাউকে ডিআই অফিসে দেখা যায় নি।
এর আগে, এই সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষা কর্মীরা আসানসোল জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় সংলগ্ন শনি মন্দিরের সামনে জড়ো হন। সেখানে তারা প্রায় আধঘন্টার মতো জিটি রোড অবরোধও করেন।
এরপর, তারা সেখান থেকে নুরুদ্দিন রোড, ময়দাকল মোড় হয়ে ডিআই অফিসে পৌঁছায়। তারপর সেখানে প্রতিবাদ করেন ও তারা অফিসের গেটে তালাও লাগিয়ে দেন ।