নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পটাশপুর :: শুক্রবার ১৭,জানুয়ারি :: পটাশপুর ২ নং ব্লকের টিকরাপাড়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক রতন কুমার সাউর কর্মকাণ্ড শুনলে কূর্নিস জানাবেন আপনিও। রতন বাবু পটাশপুর দক্ষিণ চক্রের বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
শিক্ষা দানের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিতরণ করেন থাকেন সারা বছর। বতর্মান সমাজে শিক্ষার ফেরিওয়ালা হিসেবেও পরিচিত । দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই মানুষটার ছোট বেলা থেকেই যেন সমাজ অন্ত প্রান।
কেউ কষ্টে আছে শুনলে মনটা কেঁদে ওঠে রতন বাবুর তাই তো স্কুল ছুটির পর অবসর সময়ে নিজের একটি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন সমাজ সেবার কাজে সঙ্গে নিয়ে যান বই, খাতা, পেন, স্কুল বেগ, শীত বস্ত্র ও নানান উপহার।
গ্রামে গ্রামে ঘুরে যে সমস্ত দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা টাকার অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে পড়ছে তাদের পাশে যেন ত্রাতা হয়ে দাড়ান এই শিক্ষক। তুলে দেন তাদের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। কেউ টাকার অভাবে পড়া বন্ধ করে দিতে চাইলে তার পুরো পড়াশোনার খরচ জোগান এই শিক্ষক ।
রতন বাবু নিজের মায়ের নামে টিকরাপাড়া মা লক্ষ্মী প্রিয়া ডেভলামেন্ট সোসাইটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন এই সংস্থার মাধ্যমেই সমাজসেবার কাজ করেন উনি। রতন বাবু জানান ২০২৪-২৫ শিক্ষা বর্ষে এক হাজার ছাত্র ছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দিবেন।