শিক্ষিকার বদলি আটকাতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মোহনপুর :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা, পঠন-পাঠন কার্যত স্তব্ধ। নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালযে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা।

হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান—“আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না”—এভাবেই চলতে থাকে বিক্ষোভ। বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।বহু বছর ধরে এই স্কুলে পাঠদান করছেন তিনি। খুদেদের কাছে যেমন প্রিয়, তেমনই অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক।

ছোট ছোট পড়ুয়াদের দাবি, “সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান, আমাদের খুব ভালোবাসেন। আমরা চাই তিনি এখানেই থাকুন।” শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে। ফলে দিনভর বন্ধ থাকে পঠন-পাঠন।

অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি, “মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করা যাবে না। বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।” বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমা মাহাতো দীর্ঘদিন ধরে এখানে কর্মরত।

স্থানীয় মানুষের দাবি, তিনি শুধুমাত্র শিক্ষক নন, বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন। ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =