নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: রবিবার ৬,অক্টোবর :: শিবতলী ক্লাব তাদের ৫১তম বর্ষপূর্তি উপলক্ষে এবছর পুজোর থিম সাজিয়েছে “প্রকৃতির পুনঃসৃজন”। এই অনন্য থিমের রূপায়ণে দক্ষ হাতে কাজ করেছেন ভাই ডেকোরেটারের শিল্পীরা। মণ্ডপে ব্যবহৃত হয়েছে বিভিন্ন গাছের ছাল, লতা-গুল্ম ও শিকড়, যা মণ্ডপকে করে তুলেছে প্রকৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি।
সবুজের এই সমাহারে সাবেকি প্রতিমা যেন জীবন্ত হয়ে উঠেছে, শিল্পের অপূর্ব সমন্বয় লক্ষ্য করা গেছে পুজো মন্ডপের প্রতিটি স্তরে। প্রকৃতির উপাদানে তৈরি এই মণ্ডপ শুধু মনোমুগ্ধকর নয়, পরিবেশের সুরক্ষার বার্তাও তুলে ধরেছে এবারে। দর্শনার্থীদের কাছে শিবতলী ক্লাবের এই পরিবেশবান্ধব মণ্ডপ যেন এক নতুন চমক হিসেবে আবির্ভূত হতে চলেছে ।