নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৪ঠা এপ্রিল :: শিবপুরে অশান্তির ৪ দিন পর এল ফরেনসিক বিশেষজ্ঞ দল। নমুনা সংগ্রহ হল অশান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে। মঙ্গলবার সকালে সিআইডি আধিকারিকদের সঙ্গে শিবপুর পিএম বস্তি , ফজির বাজার এলাকা থেকে নমুনা সংগ্রহে আসেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
রীতিমত মাটি চেঁছে তালিকা করে নমুনা সংগ্রহ করেন তারা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার অশান্তির ঘটনার এতদিন পর কেন নমুনা সংগ্রহ তা নিয়ে উঠছে প্রশ্ন। শনিবারই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। সেদিন থেকেই এই এলাকায় অনেকটা স্বাভাবিক হয়েছে জনজীবন। তাহলে ফরেনসিক নমুনা এত দেরিতে কেন সংগ্রহ হল, প্রশ্ন রাজনীতিক বিশেষজ্ঞদের।