নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিবপুর :: সোমবার ১৯,জানুয়ারি :: গতকাল রাতে শিবপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি সোনার দোকানে লুট। রাত আটটা নাগাদ দোকানের মালিক বিনোদ কুমার ভার্মা যখন ছিলেন তখন টুপি পরে একজন ক্রেতা সেজে দোকানে ঢোকে।
তারপর দোকানের মালিকের কাছ থেকে নানা ধরনের সোনার মঙ্গলসূত্র এবং লকেট দেখতে চান। সোনার দোকানের মালিক যখন তাকে গয়না দেখাতে শুরু করেন সেই সময় হঠাৎই সে সোনার বাক্সটি মালিকের হাত থেকে কেড়ে নিয়ে দোকান থেকে চম্পট দেয়।
পরে মালিক তাকে ধরার জন্য পেছনে দৌড়ালেও তাকে আর ধরা যায়নি। জিটি রোডে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়। আজ বিনোদ কুমার ভার্মা শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোকানের সিসিটিভি ফুটেজ জমা দেন থানায়।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। দোকান মালিক জানিয়েছেন প্রায় দেড়শ গ্রাম সোনার গয়না যার আর্থিক মূল্য ১৬ লক্ষ টাকার বেশি তা খোয়া গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতিকে ধরার চেষ্টা করছে।

