নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবনসঙ্গী পান তাঁরা।প্রতিটি জায়গার মতো ইন্দাসের সাহসপুর বুনো শিবের তলায় দেখা গেল ভক্তদের ঢল।
পূজা দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে। সাহসপুরের বুনু শিবের তলায়। পুরোহিত থেকে শুরু করে সেবাইতরা ব্যস্ত পুজোয়। মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে সাহসপুর বুনু শিবের তলায়।