শিবের মাথায় জল ঢালতে গিয়ে অসুস্থ হয়ে যায় এক যুবক – হটাৎ খিঁচুনি শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: মঙ্গলবার ২৯,জুলাই :: সোমবার ছিলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শিবের মাথায় জল ঢালতে গিয়ে অসুস্থ হয়ে যায় এক যুবক। হটাৎ খিঁচুনি শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।প্রথমে এদিন তাকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের কর্মীরা উদ্ধার করে।তারাই হাসপাতালে পাঠায়।

সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় উপলক্ষ্যে বন্ধুদের সাথে অজয় নদ থেকে বাঁকে করে জল নিয়ে কাঁকসার আড়া রাঢ়েশ্বর শিব মন্দিরে জল ঢালতে যায় দুর্গাপুরের ঝর্ণা পল্লীর সূর্য পাত্র।বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে ঐ যুবক।এর পরই হঠাৎ খিঁচুনি শুরু হয়। তারপরেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়।মন্দির চত্বরে চলছিল বৈদিক চেতনা ফাউন্ডেশন এবং ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির। চিকিৎসকরা এবং সংগঠনের সদস্যরা ওই যুবককে তুলে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটায় তাকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৈদিক চেতনা ফাউন্ডেশনের অন্যতম সদস্য জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”আমরা অসুস্থ ওই যুবককে উদ্ধার করে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠাই। অনেকে সকাল থেকে অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরও ওষুধ দেওয়া হচ্ছে এবং চিকিৎসা করা হচ্ছে। আমরা এভাবেই মানুষের পাশে থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =