সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৪,জুলাই :: শুরু শ্রাবণ মাস। প্রথম সপ্তাহের সোমবার শিবের মাথায় জল ঢালতে মন্দিরে মন্দিরে ভিড় পুন্যার্থীদের। অন্যথা নয় শিলিগুড়ি লাগোয়া বাগডোগরার জংলিবাবা মন্দির। সকাল থেকেই উপচে পড়া ভিড়।
বনাঞ্চলের ভিতর মন্দির হওয়ায় বনদপ্তরের পক্ষ থেকে পুণ্যার্থীদের ভেতরে প্রবেশের সুব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মন্দিরে ভিড় করেছেন শিলিগুড়ি শহর এবং শহর লাগোয়া মানুষ। দূর দুরান্ত থেকে পুজো দিতে আসছেন ভক্তরা। সকাল থেকেই দীর্ঘ লাইন।
আনুমানিক ১৯৬২ সালে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তখন থেকে পুজো দিতে আসেন ভক্তরা। এই মন্দির মূল দায়িত্বে রয়েছে ব্যাংডুবি সেনাবাহিনীর জাওয়ানরা। বনাঞ্চল হওয়ায় বনদপ্তরের দায়িত্বে। আর প্রতিনিয়ত এই জঙ্গলে হাতি যাতায়াতের আনাগোনা রয়েছে। তাই বিভিন্ন জায়গায় বনকর্মীদের দাঁড় করিয়ে রাখা হয়েছে।
এ বছর বনদপ্তর জনপ্রতি ২০ টাকা ও বাইক পার্কিংয়ের জন্য ২০ টাকা নেওয়া হচ্ছে কেন? এটাই প্রশ্ন করছে সাধারণ মানুষ। কারণ মন্দিরে প্রবেশ করতে গেলে কোনো টিকিট কাটতে হয় না সাধারণ মানুষকে। কারণ মন্দিরের দায়িত্ব রয়েছে সেনা বাহিনীর হাতে। তবে বনদপ্তর কেন প্রবেশের সময় টিকিট কেটে প্রবেশ করাচ্ছেন।
সে বিষয়ে বনদপ্তরের আধিকারিকদের কোন বক্তব্য পাওয়া যায়নি। যদিও এসবের মাঝেই পুজো ঘিরে উৎসবের মেজাজ তৈরি হয়েছে। মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরে বসেছে ছোট মেলা।অন্যদিকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পুণ্যার্থীদের খাওয়ানো হচ্ছে খিচুড়ি প্রসাদও।