নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফিরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর। মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর ফুলিয়ার বেলঘড়িয়া শিবতলা পাড়া এলাকার। মৃত স্কুল ছাত্রীর নাম তৃষা হালদার।
পরিবার সূত্রে জানা যায় শিবরাত্রি ব্রত করেছিল ওই স্কুল ছাত্রী, আজ সকালে এলাকার একটি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে বাড়িতে ফেরে, এরপর ব্রত ভঙ্গ করার জন্য খায় সাবু ও কলা। তারপরেই মোবাইল ফোনটি ইলেকট্রিক বোর্ডে চার্জ দিতে যায়। পরিবারের দাবি, তখনই ওই স্কুল ছাত্রী বিদ্যুৎপৃষ্ট হয় লুটিয়ে পড়ে মাটিতে।
পরিবারের লোকজন তড়িঘড়ি, ওই স্কুলছাত্রীকে নিয়ে যায় ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার এছাড়াও এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।
মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ, এছাড়া ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। যদিও স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাগ গোটা পরিবার। শিবের মাথায় জল ঢেলে বাড়িতে ফিরে যে মর্মান্তিক ঘটনা ঘটবে তা কখনো ভাবতেই পারেননি তারা।