নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: শান্তিপুর শহরের ডাবের পাড়ার বাসিন্দা রিয়া রাজবংশী চাকদহ কলেজে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজ মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তিভরে উপবাস পুজো সবটাই করেছে তবে, অযাচিত মূল্যবান দুধ শিবলিঙ্গে না ঢেলে মনস্থির করেছে গঙ্গাজল টাই শ্রেয়। দুধ টা বরং দেওয়া উচিত যাদের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।শান্তিপুর সংকল্প নামে একটি সামাজিক সংগঠনের সঙ্গে সে যুক্ত, তাই অন্যান্য সদস্যদের নিয়ে ৫ লিটার দুধ কলা এবং বিস্কুট নিয়ে শান্তিপুর গোবিন্দপুর বাবলা অঞ্চলের একটি ইঁটভাটায় ৫০ জনেরও বেশি সংখ্যক বাচ্চাদের মধ্যে বিতরণ করে।
সংগঠনের অন্যতম সদস্য কুশল প্রামানিক জানায়, বিগত পাঁচ বছর ধরে অন্যান্য বিভিন্ন কাজ করলেও রিয়ার উদ্যোগেই আজকের এই বিশেষ কর্মসূচি , যা অত্যন্ত প্রয়োজন ছিলো।