নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শুক্রবার ৫,সেপ্টেম্বর :: এশিয়ান হাইওয়ে ৪৮ এর উপর আচমকা পাল্টি খেলো লরি ! প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়লো সড়ক ! ঘটনাটি ঘটেছে শুক্রবার ময়নাগুড়ির রানীরহাট মোড় সংলগ্ন এলাকায়।
জানা গেছে আচমকা মাঝ রাস্তায় পাল্টি খায় দূরপাল্লার একটি লরি। বিকট শব্দ শুনে ছুটে আসে স্থানীয়রা যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি! স্থানীয়রা জানিয়েছেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, সেই সময় রাস্তা ফাঁকা ছিল এরই মাঝে আচমকা লরিটি পাল্টি খায়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে, ময়নাগুড়ি থানার পুলিশ! এরপর লরিটিকে মাঝ রাস্তা থেকে লরিটিকে সরানোর ব্যবস্থা করে।আর এই ঘটনায় রাস্তা ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।