সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ১৮,আগস্ট :: শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েক মাস ধরে অনিয়মিত ট্রেন পরিষেবা সঠিক টাইমে ট্রেন চলাচল করছে না এর ফলে একাধিকবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল নিত্যযাত্রীরা।
রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখা বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করে রেল দপ্তর। ট্রেন বাতিল হওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়ে নিত্যযাত্রীরা শিয়ালদা দক্ষিণ শাখায় শিয়ালদা ডায়মন্ড হারবার রেললাইনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে নিত্যযাত্রীরা।
সুভাষগ্রাম রেলস্টেশনে সকাল ৭:০০ টা থেকে অবরোধ শুরু হয় বারুইপুরেও নিত্যযাত্রীরা অবরোধ করে আর তার জেরে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় ধরে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। অবরোধের জোরে বন্ধ শিয়ালদহ ডায়মন্ড হারবার রেল লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল।
এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বারুইপুর লোকাল ,লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল ও ডায়মন্ড হারবার লোকাল।
শুধুমাত্র সোনারপুর এবং ক্যানিং লাইনে ট্রেন চলাচল সার্বিক রয়েছে। সকাল থেকে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রীরা। ঘন্টার পর ঘন্টা ট্রেনে আটকে রয়েছে নিত্যযাত্রীরা রবিবার সপ্তাহের ছুটির দিনে নিজেদের গন্তব্যে না যাতে পেরে ক্ষোভে ফুসছে আটকে থাকা ট্রেনের যাত্রীরা।
রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকেরা রেল পুলিশের আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলে আন্দোলনকারীরা কিন্তু তাতেও বরফ গলে না এখনো পর্যন্ত আন্দোলন চলছে।