সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকেই শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ নিত্যযাত্রীদের। রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হাজার হাজার নিত্যযাত্রী।
মূলত শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেনের লেডিস কামরা সংখ্যা বাড়ানোর কারণে জেনারেল কম্পার্টমেন্টে নিত্যযাত্রীদের ভিড় লেডিস কম্পার্টমেন্টে উঠে গন্তব্যস্থলে যেতে গেলেই রেলের টিকিট পরীক্ষকদের হাতে ভৎসনার শিকার হচ্ছে নিত্যযাত্রীরা।
ট্রেনের বগীর সংখ্যা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ছটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় রেল যাত্রীরা।
রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের আধিকারিকেরা। রেল অবরোধের জেরে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত।
ট্রেন অবরোধের জেরে মগরাহাট, হোটর, উত্তর রাধানগর সহ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল লাইনে একাধিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে ট্রেন। বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের সংখ্যা বাড়াতে হবে।
ট্রেনের মধ্যে লেডিস কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানোর কারণে এই সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান করুক রেল কর্তৃপক্ষ