নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ ::শিয়ালদহ :: বুধবার ১৬,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনা: নতুন বছরের শুরুতেই ট্রেন অবরোধ । ট্রেন অবরোধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখা একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একাধিক লোকাল ট্রেন। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল আটটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন অবরোধ করেন ট্রেনের নিত্যযাত্রীরা।
এর ফলে কাকদ্বীপ, নামখানা, লক্ষীকান্তপুর, জয়নগরের মতন কিছু গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছে নিত্যযাত্রীরা। আন্দোলনকারীদের দাবি, এই সমস্ত রেল লাইনে লোকাল ট্রেনের সংখ্যা অনেকটাই কম। এবং সম্প্রতি সাধারণ রেলের বগীগুলিকে মহিলা কামরা করা হয়েছে।
এর ফলে সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা।অবরোধ শুরু হয় মূলত কাকদ্বীপ লাইনের ধপধপি স্টেশন থেকে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে আশপাশের স্টেশনেও।
স্টেশনের প্ল্যাটফর্মে বসে পড়েন যাত্রীরা। ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষ কোন যুক্তিতে ১২ বগির মধ্যে এতগুলি কামরা সংরক্ষিত করে রাখছেন?
নারী নিরাপত্তার প্রয়োজন অবশ্যই রয়েছে, কিন্তু তার জন্য সাধারণ যাত্রীদের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে সমস্যা বাড়বে বই কমবে না। অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলা যাত্রীদের সংখ্যা বেড়েছে। সেই কারণেই তাঁদের জন্য বাড়তি কামরার ব্যবস্থা করা হয়েছে।
তবে পুরুষ যাত্রীদের দাবি বিবেচনা করে ভবিষ্যতে সমাধান খোঁজা হবে বলে জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আরপিএফ মোতায়েন করা হয়েছে।