নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৩,নভেম্বর :: সাংসদ থেকে অভিনেত্রী। যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ টলিউডের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। তবে সিনেমার জগতে তিনি একের পর এক প্রতিভা কে তুলে ধরেছেন। এবার সায়নী ঘোষের অভিনীত ছবি লক্ষীকান্তপুর লোকাল।
শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষীকান্তপুর লোকালে চেপে সিনেমার টুকরো চিত্র তুলে ধরার চেষ্টা করলেন সায়নী। তার সাথে ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলীরা। লক্ষীকান্তপুর লোকাল সিনেমার প্রচারে তিনি পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে।
সেখানে তার সাথে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাম কমল মুখার্জি, তৃণমূল বিধায়ক মদন মিত্র সহ অন্যান্যরা। লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমার সাফল্য কামনা করে দক্ষিণেশ্বরে এই পুজোয় অংশ নিয়েছিলেন সিনেমার অভিনেতা-অভিনেত্রী কলাকুশলীরা।

