নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১৭,মার্চ :: আগ্নেয়াস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে। প্রসঙ্গত জানা গেছে, বিহারের মানসিং জেলা থেকে মালদহ কালিয়াচক হয়ে ট্রেনে প্রচুর পরিমাণে অস্ত্র এদিন ভোরে শিয়ালদহ স্টেশনে ট্রেন থেকে নামানোর পর পাকড়াও মালদহের বাসিন্দা যুবক।
ব্যাগে জামাকাপড়ের আড়ালে প্রচুর আগ্নেয়াস্ত্রগুলি ছিল। বিহারের খাগারিয়া জেলায় তৈরি সেই সমস্ত,সেখান থেকে সড়ক পথে মানসিংহ জেলায় আসে সেখান থেকে ট্রেনে অস্ত্র তোলা হয়। গোটা কাজের দায়িত্বে ছিল হাসান শেখ।
আগে খবর পৌঁছে যায় এস টি এফের কাছে। ট্রেনেই গতিবিধির ওপর জোরদার নজরদারি চলছিল। ট্রেন ভোরে শিয়ালদহ স্টেশন ঢুকতেই। জোরদার অভিযান চলে। ধরা পড়ে হাসান শেখ। বিহার এর ভাগারিয়া তে বানানো হয় অস্ত্র বলে জানা গেছে।