নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৫,জুলাই :: কোচবিহার জেলা পার্টি অফিসে টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটির সহ-সভাপতি শিলাজিত্ব সেন এর পক্ষ থেকে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা, চায়ের আড্ডা ও নতুন পদাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন।
উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা আই এন টি টি ইউ সির এর সভাপতি রাজেন বৈদ, সহ সভাপতি জাহাঙ্গীর আলি, শিক্ষা সেলের জেলা সভাপতি মানস ভট্টাচার্য, যুব সহ সভাপতি সায়নদ্বীপ গোস্বামী ও অন্যান্য নেতৃত্ব সহ টিমের রাজ্য নেতৃত্ব এবং জেলার সকল সোশ্যাল মিডিয়ার কর্মীবৃন্দ।