নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পোলবা :: বৃহস্পতিবার ১,মে :: ধান পাট তিল এবং সব্জি ক্ষেত উজাড় হয়ে যায় শিলাবৃষ্টিতে। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর,ডাকাতিয়া ভেরি,নতুন ভেরি,ডুবির ভেরি।হারিট গ্রাম পঞ্চায়েতের পয়ান প্রেমনগর,মথুরপুর মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে।
হঠাৎই কালবৈশাখীর ঝড় হয় সঙ্গে শিলা বৃষ্টিতে পাকা ধানে মই হয়ে যায়। ফলন্ত ধান গাছের শীষ ভেঙে পরে।তিল পাট গাছের ক্ষতি হয় বিঘার পর বিঘা জমির।
বীরেন্দ্রনগরের চাষি গোবিন্দ কোলে জানান, ১৯ বিঘা ধান চাষ করেছিলেন,নয় বিঘা জমিতে তিল চাষ করেছিলেন।এছাড়াও ঝিঙে শসা বেগুন চাষ করেছিলেন। শিলা বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। কি করে এই ক্ষতি পূরণ হবে বুঝতে পারছেন না।
বিডিও বলেন , বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির ফলে হারিট, আমনান, ও বাবনান পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির ফলে পাকা ধান নষ্ট হয়েছে। পাট তিল ও সবজি চাষে ক্ষতি হয়েছে।
অনেকগুলি বাড়ির চাল উড়ে গেছে। বিদ্যুতের তার ও গাছ ভেঙে পড়েছে। খবর পাওয়া মাত্রই আজ ওই এলাকাগুলি আমরা সরজমিনে তদন্ত করে দেখছি।