নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২০,মে :: শিলিগুড়িতে আয়োজন করা হলো ৩৮ তম দাবা চ্যাম্পিয়নশিপ। এদিন শিলিগুড়িতে ৩৮ তম দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। একটি বেসরকারি স্কুলে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় দার্জিলিং ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
অন্তত ২০০ জন দাবারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। অনূর্ধ্ব ৭, থেকে শুরু করে অনূর্ধ্ব নয়, অনূর্ধ্ব ১১ , অনূর্ধ্ব ১৩, এছাড়া অনূর্ধ্ব ১৫ ও মুক্ত বিভাগে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দাবা প্রতিযোগিতায় প্রত্যেকটি গ্রুপ থেকে বিজয়ী ও রানার আপদের দার্জিলিং জেলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ মিলবে।
এই বিষয়ে দার্জিলিং জেলা দাবা সংস্থার সম্পাদক বাবলু তালুকদার জানিয়েছেন ,প্রতি বছর এই দার্জিলিং জেলা দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন হয়ে থাকে। এই বছরও আয়োজন করা হলো।