সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৯,মে :: সোমবার ৭০ তম এভারেস্ট দিবস। এছাড়া এই দিনটি আরো একটি বিশেষ দিন । তেনজিং নরগের ১০৯ তম জন্মজয়ন্তী। শিলিগুড়ি পুরনিগম ও পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফ এর তরফে এই বিশেষ দিনটি পালিত হলো সোমবার সকালে।
সোমবার শিলিগুড়ির দার্জিলিং মোড়ে তেনজিং নরগে শেরপার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব। এছাড়া পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো পুরনিগমের আধিকারিকরা তেনজিং নরগে শেরপার মূর্তিতে উত্তরীয় পরিয়ে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শুধু শ্রদ্ধা জ্ঞাপন আর জয়ন্তী উদযাপনেই থেমে থাকা নয়,তার পাশাপাশি আজকের এই অনুষ্ঠান থেকে পুনরায় তেনজিং নরগে শেরপাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার জন্য দাবি তোলেন মেয়র গৌতম দেব