সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৭,নভেম্বর :: মাঝে আর মাত্র কয়েক দিন। তারপরেই শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবে শহর। শিলিগুড়িতে কালীপূজোর প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন মণ্ডপ গুলিতে চলছে আলোকসজ্জার কাজ, প্যান্ডেল সজ্জার কাজ। প্রতি বছরেই শিলিগুড়িতে বেশ কয়েকটি বিগ বাজেটের পূজা হয়ে থাকে।
এবারও শিলিগুড়িতে বিগ বাজেটের পুজো হচ্ছে। কালীপূজোয় শিলিগুড়ির অন্যতম সেরা আকর্ষন তরুন সংঘের পূজো। এবারে এই পুজো বিশেষ আকর্ষণ। এছাড়াও এলিট, জিটিএস এবং উল্কা স্পোর্টিং ক্লাব এর পূজো রীতিমতো আকর্ষনীয়। আকর্ষনীয় পূজো হচ্ছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সংঘ এর পুজোও । সবমিলিয়ে কালীপূজোর প্রাস্তুটি এখন প্রায় চুড়ান্ত পর্যায়ে শিলিগুড়িতে।
সারা শিলিগুড়ি এখন কালীপুজো ও দেওয়ালীকে অভ্যর্থনা জানাতে তৈরী। নানান রঙের লাইট দিয়ে সাজানো হয়েছে গোটা শিলিগুড়ি শহরকে। কালীপূজোর জন্য তৈরী শিলিগুড়ি আলোয় ঝলমলে । সন্ধ্যায় যেন শিলিগুড়ি এক অন্য রুপ নিয়েছে। এখন শুধুমাত্র মায়ের আগমনের অপেক্ষা।