সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,জানুয়ারি :: উত্তরে চলছে পারদ পতনের খেলা, পাহাড় থেকে সমতল কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। শুধু পাহাড় নয় সমতল এলাকাগুলিতেও কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে। এদিন সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। সমতল শহর শিলিগুড়িত বিকেল গড়িয়ে সন্ধে নামতেই কুয়াশার দাপট চলছে ।
তার সঙ্গে কনকনে উত্তরে হওয়া, উষ্ণতার খোঁজে চায়ের দোকানগুলিতে এদিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কুয়াশার কারণে দৃশ্যমান্যতা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। দৃশ্যমান্যতা কমে যাওয়ার কারণে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এদিন সন্ধ্যের পর থেকে গোটা শহর জুড়ে কুয়াশার দাপট লক্ষ্য করা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাপট যেন আরো বেড়ে যায়, যার কারণে দৃশ্যমান্যতা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে।