সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৮,নভেম্বর :: নভেম্বর মাস, বাংলার কার্তিক সমাপ্ত হয়ে অঘ্রাণ মাস পড়ে গেছে। ধীরে ধীরে শীতের আবির্ভাব, গুমোট গরম নেই, বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেই বেশ ঠান্ডা। প্রত্যেক বছর শিলিগুড়িতে শীতের সময় গরম জামা কাপড় বিক্রি হয়ে থাকে। এই সময় ব্যবসায়ীদের মুখে হাসি ফোটে।
কাপড় বিক্রেতারা শীতের সময়ের জন্য অপেক্ষা করে থাকেন। কারণ প্রত্যেক বছর শিলিগুড়িতে শীতের জন্য বেশ ভালই গরম পোশাক বিক্রি হয়। প্রত্যেক বছরের মত এ বছরও গরম জামা কাপড় বিক্রি হচ্ছে।
এ বিষয়ে একজন কাপড় বিক্রেতা জানিয়েছেন খুব একটা ঠাণ্ডা পড়ে নি তাই সেইভাবে এখনো বিক্রি বাড়েনি। তবে আশা রাখছেন ঠান্ডা পড়বে পাশাপাশি গরম জামা কাপড়ও বিক্রি হবে।