সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক যুবকের দেহ। মৃতের নাম ভাস্কর সাহা (২২)।পরিবারের দাবি, ভাস্করের কোনও সমস্যাই ছিল না। তবে আজ সকালে তিনি ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের।
এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশকে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত দেহ উদ্ধার করে।পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আশিঘর ফাঁড়ির পুলিশ।