সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৭,এপ্রিল :: শিলিগুড়িতে রামনবমী উপলক্ষে এদিন মাল্লাগুড়ির সংকটমোচন মন্দিরে
পুজো পাঠের আয়োজন করা হয়। প্রচুর মানুষ পুজোতে অংশগ্রহণ করবার জন্য ভিড় জমান। উপস্থিত হয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।