সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৭,জুন :: কিছুদিন আগেই নবনির্মিত বলা চলে দূর্গা মন্দির। মহাবীরস্থান হয়ে আনন্দময়ী কালী বাড়ি, আর সেই আনন্দময়ী কালী বাড়ির ভেতর রয়েছে মায়ের মন্দির।
প্রতিদিন প্রচুর ভক্ত মা দুর্গার দর্শন করতে এসে থাকেন। এই প্রসঙ্গে মন্দিরের একজন পূজারী জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে থাকেন মা দুর্গার দর্শন করতে। মায়ের নিত্য পুজো, এছাড়া মা দুর্গাকে ভোগ উত্সর্গ করা হয়ে থাকে রোজ।