সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৭,ডিসেম্বর :: পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি ( WBPTWA ) এর দার্জিলিং জেলা কমিটির পরিচালনায় শিলিগুড়ি ইউনিটের সঙ্গে শিবমন্দির – মাটিগাড়া ইউনিটের তিন সিরিজের একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিলো।
এদিন সকাল সাড়ে সাতটা থেকে এই সিরিজের শেষ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের খেলা আয়োজন করা হয় । ইতিপূর্বে ২০১৭ সালেও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজকের চূড়ান্ত পর্যায়ের খেলায় শিলিগুড়ি ইউনিট জয়ী হয়েছে।
খেলা শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়দের সাথে হাত মেলানো পরিচয় পর্ব সারেন উত্তরবঙ্গের বিশিষ্ট গৃহ শিক্ষক কথা প্রাক্তন রাজ্য সম্পাদক পল্টন পাত্র।
প্রথমে ব্যাট করতে নেমে শিবমন্দির – মাটিগাড়া ইউনিট ১৬ ওভারে ১০৭ রান করে । শিলিগুড়ি ইউনিট ১৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে জয়ী হয় । কিন্তু শিবমন্দির – মাটিগাড়া ২ – ১ ব্যবধানে সিরিজে জয়লাভ করেছে ।
এই টুর্নামেন্টের আয়োজন এর মূল উদ্দেশ্য গৃহ শিক্ষকদের তরফ থেকে সমাজের মানুষের কাছে বার্তা দেওয়া যে, গৃহ শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে খেলাধুলাতেও যাতে একটি ঐক্যের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে । পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীরা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় সেই দিকটিও তুলে ধরা ।

