সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৫,ডিসেম্বর :: আজ পচিশে ডিসেম্বর বড়দিন, শিলিগুড়িতে আজ বড়দিন ধুম ধাম করে পালন করা হচ্ছে। আজ বড়দিন উপলক্ষে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বড়দিনে শহরবাসী উৎসবের মেজাজে রয়েছে। হাকিম পাড়ায় অবস্থিত একটি চার্চ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বড়দিন উপলক্ষে।
শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে শহরের বিভিন্ন মোড় সাজানো হয়েছে, যেমন হাসমিচক, মহাত্মা গান্ধী চক, দার্জিলিং মোড় ইত্যাদি ।বড়দিনের ছুটি উপভোগ করতে কেউ পাড়ি দিচ্ছেন পাহাড়ে কেউ বা অন্য কোথাও পিকনিক করতে।

