শিলিগুড়িতে পালিত হলো রাখি বন্ধন উৎসব

সজল দাশগুপ্ত:: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৩১,আগস্ট :: রাখী বন্ধন উৎসব, বিভিন্ন স্থানে ঘটা করে পালিত হচ্ছে এই উৎসব। রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাইবোনের বন্ধন নয় মানবতার বন্ধন সম্প্রীতির বন্ধন।

প্রসঙ্গত সাল ১৯০৫ ইংরেজদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আহবানে হিন্দু মুসলিম সকলে সাড়া দিয়েছিল। মৈত্রীর মানবতার এই উৎসবের সকলে অংশগ্রহণ করেছিল। ইংরেজদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন সকলে।

আজ শিলিগুড়িতে  বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে রাখি বন্ধন উৎসব। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে এদিন সকালে ঘটা করে রাখি বন্ধন উৎসব পালিত হয়।

এই রাখি বন্ধন উৎসব পালনের সময় উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এম এম আইসিসি শ্রীমতি শ্রাবণী দত্ত, ওয়ার্ডের প্রেসিডেন্ট কমল কর্মকার সহ আরো অন্যান্যরা। এদিন সকলে সকলের হাতে রাখি পরিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seven =