নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৭,মে :: পুলিশের জালে ধরা পড়লো আন্তর্জাতিক অসাধু চক্রের এক পান্ডা।লোক দেখানো মোবাইল ও জেরক্স এর দোকান। সকলকে বোকা বানানোর চেষ্টা, চোখ মুখ নিয়ে সরল ভাবে দোকানে এসে দোকানদারী করতো।
তবে এর পিছনে যে কি রহস্য জড়িয়ে রয়েছে অনেকেই বুঝতে পারেনি? সবার কাছে ভদ্রলোক বলেই পরিচিত ছিলেন তিনি।তবে বৃহস্পতিবার সেই ব্যাক্তি পুলিশের জালে ধরা পড়তেই রহস্যর উদঘাটন হল সাধারন মানুষের কাছে।এমনই পুলিশকে বোকা বানাতে গত একবছর আগে জটিয়াকালী বাজারে মোবাইল,জেরক্স এর দোকান দিয়েছিল জটিয়াকালী সংলগ্ন সন্যাসীকাটা নিবাসী সাব্বির আলী।
নম্র স্বভাবের বলে পরিচিত ছিল, পেছনের চেহারা অন্যরকম তা কেউ টের পায়নি।বৃহস্পতিবার দুপুরে হঠাৎই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও এনজেপি থানা যৌথ ভাবে হানা দেয় সাব্বির আলীর দোকানে।
দোকানে তল্লাশি চালানো হয়, উদ্ধার করা হয় একাধিক সিম কার্ড,ভুয়ো আধার কার্ড,ভোটার কার্ড,সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র ও কিছু মেসিন উদ্ধার করে।নকল আধার,ভুয়ো সিম ও আন্তর্জাতিক ফোন কল ব্যাবহারের জন্য সাব্বির আলীকে গ্রেফতার করে পুলিশ।