সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: শিলিগুড়িতে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে ধরনায় বসলো প্রেমিক। যুবকের নাম অসীম বিশ্বাস বয়স আনুমানিক ২৯ বছর। এই প্রসঙ্গে সে জানায় তাদের অন্তত চার বছরের ভালোবাসা সম্পর্ক। কিন্তু প্রেমিকার বাড়ির লোক তাদের বিয়েতে রাজি নয়।
বেশ কিছুদিন ধরেই তাদের দুজনের মধ্যে কোনরকম যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেও সে তার প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। অতএব ওই যুবক বিয়ের দাবি নিয়ে ধরনায় বসে। ঘটনার খবর চাউর হতে ঘটনাস্থলে এলাকা বাসীরা এসে পৌঁছায়।
প্রেমিকার বাড়ির লোকেদের সঙ্গে যুবকের কিছু তর্ক বিতর্ক হয়। ঘটনার খবর পৌঁছায় পুলিশ প্রশাসনের কাছে এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ পুলিশের সঙ্গে যুবকের কথাবার্তা হয় এরপর পুলিশের হস্তক্ষেপে ওই যুবক ধরনা উঠিয়ে নেয়।