নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৩১,মে :: শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে যে পানীয় জল সরবরাহ করা হয় সেই পানীয় জল আপাতত পান করার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। সেই কারণেই আজ সকাল থেকেই পানীয় জল কিনবার জন্য লম্বা লাইন দেখতে পাওয়া গেল। এদিন সকাল থেকেই পানীয় জল কিনবার জন্য লম্বা লাইন লক্ষ্য করা যায় ।
শহরে বেড়েছে জনসংখ্যা, সেই জন্য জলের চাহিদাও স্বাভাবিক ভাবে বেশি। সকাল থেকেই যে যার মত পানীয় জলের যোগাড় করতে ব্যস্ত ছিলেন। এদিন পানীয় জলের সমস্যা মেটাতে পুরো নিগমের তরফ থেকে বিলি করা হয় বিভিন্ন জায়গায় পানীয় জলের পাউচ।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডগুলিতে পানীয় জলের ট্যাঙ্কও দেওয়া হয়। এই বিষয়ে এক ব্যক্তি জানান পুরো নিগমের তরফ থেকে সরবরাহ করা জল ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করছেন সেই জল আপাতত পানীয় জল হিসেবে ব্যবহার করছেন না। বিভিন্ন ওয়ার্ড গুলিতে দেওয়া পানীয় জলের ট্যাংক এর থেকে পানীয় জল সংগ্রহ করবার জন্য ভীড় জমে যায়।