সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: চলতি বছর পূজো তুলনামূলকভাবে কিছুটা আগেই। ইতিমধ্যে জোর কদমে চলছে মন্ডপ তৈরির কাজ পাশাপাশি শিলিগুড়ির কুমারটুলিতে প্রতিমা গড়ার কাজ।তবে এখনো পর্যন্ত কিন্তু বর্ষা পুরোপুরি বিদায় নেয়নি। কখনো বিক্ষিপ্ত বৃষ্টিপাত কখনো বা মুষলধারে বৃষ্টিপাত লেগেই রয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই শিলিগুড়ির কুমারটুলির শিল্পীরা প্রতিমা গড়ার কাজ করে চলেছেন।
এই প্রসঙ্গে তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানিয়েছেন যে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে তাদের প্রতিমা তৈরীর কাজ করতে কিছুটা অসুবিধার মধ্যেও পড়তে হচ্ছে। মাটি শুকনো হচ্ছে না, তবে কাজ চলছে সুদীর্ঘ সময় তারা কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন। আশা করছেন সময় মত সমস্ত প্রতিমাই তৈরি হয়ে যাবে।