শিলিগুড়িতে বৃষ্টির একঘেয়েমির পর, এদিন দুপুরে মিললো রোদের দেখা

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২০,জুন :: সপ্তাহের শুরুর থেকেই ছিল আকাশের মুখ ভার, বিগত তিন চার দিন ধরে রোদের দেখা মিল ছিল না। পাহাড়ে তো বৃষ্টিপাত লেগেই ছিল পাশাপাশি পাহাড়ের ঘেষা সমতল শহর শিলিগুড়িতে ও লাগাতার বৃষ্টিপাত চলছিল। বৃষ্টিপাতের দরুন পাহাড়ে ধ্বস নামে, বেশ কিছু রাস্তা বন্ধ।

শিলিগুড়ি তে লাগাতার বৃষ্টিপাত চলছিল। কখনো ঝিরঝির কখনো বা মুষলধারে। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় নিম্নমুখী হয়। রোদের দেখা পাওয়াই দুষ্কর, লাগাতার বৃষ্টিপাতের কারনে রাস্তাঘাটে খুব একটা লোকজনের দেখা মিলছিল না।

অবশেষে আজ দুপুর গড়িয়ে বিকেলের দিকে আকাশে রোদের ঝিলিক দেখা যায়। কিছুটা হলেও স্বস্তি পেল শহরবাসী। এই কয়দিন লাগাতার বৃষ্টিপাতের কারণে আবহাওয়া ছিল যথেষ্ট স্যাঁত স্যেতে। জামা কাপড় ঠিকঠাক করে শুকাচ্ছিল না। রাস্তাঘাটে জল আর কাদা , জনজীবনের জীবনযাত্রা অসুবিধার মধ্যে পড়ছিল। তবে আজ অনেকদিন বাদে রোদের দেখা মিলাতে স্বস্তি ফিরলো জনজীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =