সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১,মার্চ :: গোপন সূত্রের খবরের মারফত উদ্ধার করা হয় ব্রাউন সুগার। অন্তত ১ কিলো ৪৫ গ্রাম বাউন সুগার সহ এক জনকে গেপ্তার করলো এস ও জি সহ শিলিগুড়ি মেট্টোপলিটন পুলিশ এর শিলিগুড়ি থানার পুলিশ।
শিলিগুড়ি ২৮ নাম্বার ওয়ার্ডের টিকিয়া পাড়া খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে আলি শেখ নামে এক যুবকে গেপ্তার করে। প্রসঙ্গত জানা গেছে তার ব্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার ।ধৃত আলি শেখ এর বাড়ি মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা । মাদকের বাজার মূল্য আনুমানিক দশ লক্ষ টাকা। পাশাপাশি আরো জানা গেছে ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে।