শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৪,মে :: বড়সড় সাফল্য শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রেa পাওয়া খবরর মারফত অভিযান চালানোর পর উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার।

এদিন মঙ্গলবার সকালে টিকিয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৪৫৫ গ্রাম ব্রাউন সুগার। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় নগদ ৩০,০০০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি স্কুটি।

পুলিশ সূত্রে এই বিষয়ে জানা গেছে বাইরে থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা চলছিল। তার আগেই গোপন খবর পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে, গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন মালদার বাসিন্দা ভারতী মন্ডল, শিলিগুড়ির মালাগুড়ির টি অকশন রোডের বাসিন্দা রাজকুমার সাহানি এবং বানেশ্বর ক্ষুদিরাম কলোনি এলাকার সুশান্ত শিকদার।

ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার ও নিষিদ্ধ দ্রব্য আইনে মামলা রুজু করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই মাদকচক্রের সঙ্গে আরো কে বা কারা যুক্ত, তা জানার চেষ্টা চলছে। শিলিগুড়িতে মাদক রুখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 15 =