সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১০,ফেব্রুয়ারি :: শিলিগুড়িতে এদিন সন্ধ্যায় উদ্বোধন হয়ে গেল মা মনস্কামনা মন্দিরের। শিলিগুড়ি রবীন্দ্রনগর সংলগ্ন এলাকায় মা মনস্কামনা মন্দিরের উদ্বোধন হয়।
বেশ কিছুদিন ধরে মন্দির নির্মাণের কাজ চলছিল। সম্প্রতি মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয় এবং আজ সন্ধ্যায় মন্দিরে শুভ উদ্বোধন হলো। সকালে অনুষ্ঠিত হয় কলস যাত্রা , আর এদিন মন্দির উদ্বোধন হওয়ার পরে বস্ত্র দান কর্মসূচি অনুষ্ঠিত হয়।