নিজস্ব সংবাদদাতা :: শিলিগুড়ি :: সংবাদ প্রবাহ :: আগামীকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন, নির্বাচনকে ঘিরে প্রস্তুতিতে তুঙ্গে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই কারণে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে।
মেয়াদ আর সম্পূর্ণ হয়ে যাবার পর দু বছর বাদে অর্থাৎ মোট সাত বছর বাদে মহাকুমা পরিষদ নির্বাচন হবে। আগামীকাল সকাল সাতটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আগামী ২৯ শে জুন নির্বাচনের ফলাফল প্রকাশের দিন।
আগামীকাল মোট ১৪৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে, মহকুমা পরিষদ নির্বাচনের ভোটারের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার, মোট ৫০০০ ভোট কর্মী সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার দায়িত্ব সামলাবেন। মোট ৬৫৭ টি বুথে ভোট নেওয়া হবে, এর মধ্যে কিছু স্পর্শকাতর’ বুথ রয়েছে।
সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে আনুমানিক ১০,০০০পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। ভোট কর্মীরা ইতিমধ্যেই ইভিএম মেশিন নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র গুলোতে পৌঁছাতে শুরু করেছেন। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।