সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: জানুয়ারি ২৪,শুক্রবার :: শিলিগুড়িতে যানজট সমস্যা দূর করতে বিশেষ তাৎপর- প্রশাসন। সেই কারণে ই অটো এবং টোটোর নির্দিষ্ট রোড বেঁধে যাওয়া হয়েছে।
যাতে শহরে যানজট সমস্যা না হয় সেজন্যই এই প্রচেষ্টা কিন্তু তারপরও দেখা যাচ্ছে কিছু টোটো ও ই অটো রুট ভেঙ্গে অন্যরুটে চলে যাচ্ছে। সেই কারণে এদিন শিলিগুড়ির ভেনাস মোড়ে বেশ কিছু ই অটো ও টোটো ধরা হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে।