সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৯,জানুয়ারি :: শিলিগুড়িতে সংক্ষিপ্ত জনসভা ছিল রাহুল গান্ধীর। সেই জনসভায় তিনি জানান দেশকে রাস্তা দেখাবে বাংলা। এদিন সংক্ষিপ্ত জনসভায় রাহুল গান্ধী আরো জানান বাংলায় এসে তিনি যে ভালোবাসা পেয়েছেন অন্য কোথাও পাননি। পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন দেশে ধীরে ধীরে হিংসা ছড়ানো হচ্ছে।
এদিন জলপাইগুড়ি থেকে বিকেলবেলা ভারত জোড়ো ন্যায় যাত্রা শিলিগুড়িতে এসে পৌঁছায়। থানা মোড় থেকে এই যাত্রা এগিয়ে যায় এয়ারভিউ মোড়ের দিকে এগিয়ে যায়। হুড খোলা গাড়িতে ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী কে দেখবার জন্য অনেকেই এসেছিলেন। দলীয় পতাকা নিয়ে কংগ্রেস সাংসদকে দেখতে এসেছিলেন দলীয় কর্মীরা। এদিন সকাল থেকেই শিলিগুড়িতে ছিল সাজো সাজো রব। এয়ারভিউ মোড় চত্বর সাজিয়ে তোলা হয়। অনেকে আবার রাহুল গান্ধীর জন্য উপহার এনেছিলেন। সাদরে গ্রহণ করেন সেই সমস্ত উপহার তিনি।