সজল দাশ্গুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৩,মার্চ :: শিলিগুড়িতে শুরু হয়েছে আর্ট ফেয়ার। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই আর্ট ফেয়ার।
রয়েছে বেশ কিছু স্টল। ভুটিয়া মার্কেট যে মাঠে বসে সেখানেই অনুষ্ঠিত হচ্ছে এই আর্ট ফেয়ার। এই বিষয়ে সংশ্লিষ্ট স্টল গুলির কর্তৃপক্ষরা জানিয়েছেন যে ভালই সাড়া মিলছে।