শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি শহর শিলিগুড়িতে। প্রতিবাদে রাস্তায় বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠন।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২৪,আগস্ট :: যৌন নির্যাতনে বাধা দিতেই হত্যা? শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার পরিস্থিতি শহর শিলিগুড়িতে। প্রতিবাদে রাস্তায় বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠন।

ইতিমধ্যে মহঃ আব্বাস নামে গ্রেফতার এক যুবক। অভিযুক্তের ফাঁসির দাবি তুলে আজ শিলিগুড়ির রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ, দুর্গা বাহিনী সহ বেশ কয়েকটি সংগঠন। মিছিলে চলল লাঠিচার্জ, আটক করা হল বেশ কয়েকজনকে।

প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। মাল্লাগুড়ি হয়ে জংশন হয়ে মিছিল মহাত্মা গান্ধী মোড়ে এসে পৌঁছলে সেখান থেকে মিছিল ঘুরিয়ে দেওয়া হয় মহানন্দার দিকে।

সেখানে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে গেলে পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এবং বেশ কয়েকজনকে আটকও করে। মিছিল থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য বলেন, আজকে মিছিল করে প্রতিবাদ জানানো হয়েছে। একইসাথে বৃহস্পতিবার ১২ ঘন্টার সাধারণ ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ওই নাবালিকার আত্মার শান্তি কামনায় মৌন মিছিলও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =