সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩০,জুলাই :: যে যে ভ্রমণ পিপাসু মানুষেরা ইতিমধ্যে ঠিক করে নিয়েছেন যে পুজোর ছুটিতে পাহাড়ে যাবেন, তাদের জন্য আমাদের আজকের ডেস্টিনেশন জুংপনা। যাঁরা পাহাড়ি ঝর্ণা দেখতে পছন্দ করেন, যাঁরা একটু রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদের জন্য একটি দারুণ জায়গা হল অফবিট জুংপনা ওয়াটারফল।
ঝর্ণার মতো এমন রোমাঞ্চকর প্রাকৃতিক শোভা খুব কম দেখা যায় পৃথিবীতে। ঝর্ণা শব্দটার মধ্যেই একটা প্রাণোচ্ছল ব্যাপার আছে। ঝরনা সব সময়ই অবাধ্য, উন্মত্ত, উচ্ছ্বাসে ভরপুর এক জীবন্ত আনন্দ। পাহাড়ের মাঝখানে সারাক্ষণ কলকল করতে থাকা উচ্ছ্বাসে ভরপুর অনেক ঝর্ণা আছে। এমন অনেক রাস্তা যা সুন্দর ঝর্ণার পাশ দিয়ে চলে গিয়েছে, এইসব রাস্তা দিয়ে ভ্রমণ মানেই রোমাঞ্চ। সেরকমই একটি ঝর্ণা হল জুংপনা। জুংপনা এক অসাধারণ রোমান্টিক জায়গা।
যাতায়াতের খুব অসুবিধা নেই। থাকারও অসুবিধা নেই বিশেষ। শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে জুংপনা টি এস্টেটে এই জায়গাটিতে গেলে মন ভাল হয়ে যাবে আপনার। দার্জিলিং মোড় হয়ে এনএইচ ৫৫ দিয়ে তিনধারিয়া পার করে মহানদী রেল স্টেশনের বিপরীতে রাস্তাটি চলে যায় চা বাগানের দিকে।
সেই রাস্তা দিয়েই সেইদিক দিয়ে খানিকটা দূর এগিয়েই চলে যেতে হবে নদীর দিকে। জুংপনা নদীর ব্রিজ থেকেই এই ঝর্ণা দেখা যায়। এই জায়গাটির একটি মায়াবী সৌন্দর্য রয়েছে। এই পাহাড়ি ঝর্নার দিকে তাকালেই দেখতে পাবেন পাথরের নিচে অবস্থান করছেন স্বয়ং শিব। দেখলে মনে হয় শিব ঠাকুরের মাথার উপর থেকেই যেন ঝর্ণা জল পড়ছে।