নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৯,জুন :: বলা হয়ে থাকে জগন্নাথ দেব ও জগন্নাথ দেবের রথ একবার দর্শন করতে পারলে পুনর্জন্ম হওয়া থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রথের দড়ি টানলে অনেক পুণ্য মেলে।
প্রত্যেক বছর শিলিগুড়ি ইসকন মন্দিরে ঘটা করে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। সব থেকে বড় করে পালন করা হয় পুরীতে, পুরীর রথযাত্রা উৎসব বিখ্যাত। মায়াপুরে ও বিশাল আকারে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে।
আগামী ২২ তারিখ রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, তারপর জুলাই মাসের ৭ তারিখে রথ যাত্রা উৎসব। প্রত্যেক বছর শিলিগুড়ির ইসকন মন্দিরে আড়ম্বরে পালন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এবারও প্রস্তুতি তুঙ্গে। এ বিষয়ে ইসকন মন্দিরের একজন মহারাজ জানিয়েছেন জগন্নাথ দেবের স্নানযাত্রা ও তারপরেই রয়েছে রথযাত্রা উৎসব।
প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। প্রতিবছরের মত এই বছরও ঘটা করে পালন করা হবে ইসকন মন্দিরের রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের দিন প্রচুর ভক্তর আগমন হয়ে থাকে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া একটি মেডিকেল টিমও থাকবে।