নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৭,জানুয়ারি :: আজ থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরন ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হলো। প্রত্যেক বছর শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে উত্তরণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, এই বছর ২৯ তম বর্ষে পদার্পণ করল।
আজ সকালে উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুদিন ধরে চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা। আগামীকাল ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় তথা শেষ দিন।ক্রীড়া প্রতিযোগিতায় রয়েছে বিভিন্ন ইভেন্ট যার মধ্যে উল্লেখযোগ্য লং জাম্প, বল ছোঁড়া, দৌড় সহ আরো বেশ কিছু ইভেন্ট। বহু প্রতিযোগী ও প্রতিযোগিনী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

