সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: এদিন বিজেপির পাঁচ নম্বর মন্ডলের তরফ থেকে একটি মিছিল করে তিন নম্বর বোরো অফিসে ২৮ নম্বর ওয়ার্ডের পানীয় জল সমস্যা নিকাশী ব্যবস্থা খারাপ কমিউনিটি টয়লেট বন্ধসহ বেশ কিছু সমস্যা তুলে ধরেএবং সেই সমস্ত সমস্যার সমাধানের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। মিছিল টিকিয়াপাড়া মোড় থেকে শুরু হয়ে বোরো অফিস পর্যন্ত অগ্রসর হওয়ার পর সংশ্লিষ্ট বোরো অফিসের বোরো অফিসার কে ডেপুটেশন দেওয়া হয়।