সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৩০,জানুয়ারি :: শুরু হলো শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে শ্রমিক মেলা। আজ থেকে শুরু হলো এই শ্রমিক মেলা। উপস্থিত ছিলেন মলয় ঘটক, শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ঋতব্রত ব্যানার্জি এছাড়া বিশিষ্ট ব্যক্তিগণ আর উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি আধিকারিকরা।

অসংগঠিত যে কোন শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভূক্ত করতে পারবেন, তারা এককালীন ২ লক্ষ আশি হাজার টাকা পাবেন। তাদের পি এফ নেই তাই এটা এক ধরনের পিএফ। তিনি আরো জানান অনেক শ্রমিক এসেছেন এই মেলায়।