শিলিগুড়ির ফলের বাজারে মালদার ল্যাংড়া আম

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৯,মে :: বৈশাখ জৈষ্ঠ মাস মানে আম লিচুর সময়। ফলের রাজা আম,সাধারণত এই সময় যে সমস্ত ফল গুলির সব থেকে চাহিদা বেশি থাকে তার মধ্যে উল্লেখযোগ্য আম ও লিচু। বাজারে গেলেই আম ও লিচুর প্রতি আকর্ষিত হন ক্রেতারা। আমের শরবত, আমের আচার, সহ বিভিন্ন পদ রান্না করা হয় আম দিয়ে।

প্রতিবছরের মতো এই বছরেও শিলিগুড়ির ফলের বাজার গুলিতে আম লিচুর পসার নিয়ে বসেছেন ফলের ব্যবসায়ীরা। শিলিগুড়ির বিধান মার্কেটের ফলের বাজারে দেখা গেল বিভিন্ন ধরনের আম, রয়েছে মালদার লেংড়া এছাড়া নদীয়ার কৃষ্ণনগর থেকেও এসেছে আম। এছাড়া রয়েছে লিচু। দাম কত কি বললেন ব্যবসায়ীরা?

আমের দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে শুরু, লিচুর দাম কেজি প্রতি প্রায় ১০০ টাকা। বাজারে মোটামুটি বিক্রি রয়েছে তবে আজ গরমের কারণে অন্য দিনের তুলনায় বাজার ফাঁকা। ব্যবসায়ীরা আশা রাখছেন সামনেই রয়েছে জামাইষষ্ঠী সেই উপলক্ষে আম লিচু সহ বিভিন্ন ফলের চাহিদা আরও বাড়বে বিক্রিও হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 5 =