শিলিগুড়ির বড় মসজিদ ইতিহাসের ঐতিহ্য বহন করে চলেছে

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৫,মার্চ :: চলছে পবিত্র রমজান মাস। শিলিগুড়ি শহরের বহু পুরনো মসজিদ ,বড় মসজিদ অবস্থিত মহাবীর স্থান নয়া বাজার এলাকায় । প্রত্যেক বছরের মতো এবছরও মহাসামরহে এই বড় মসজিদে পালন করা হচ্ছে পবিত্র রমজান মাস। এই মসজিদটি বহু পুরনো একটি মসজিদ। বয়স অন্তত ১৭০ বছর।

নয়া বাজারে অবস্থিত এই বড় মসজিদ বহু ইতিহাসের ঐতিহ্য বহন করে চলেছে। পবিত্র রমজান মাসে যে আবতার হয়ে থাকে , সেখানে সকলেই একসঙ্গে অংশগ্রহণ করে থাকেন। যা বহুমূল্য একতা বহন করে চলেছে।

এই মসজিদের যিনি ইমাম বর্তমানে রয়েছেন নাম হাফীজ সাঈদ কামার খান ,তিনি জানান ৪০ বছর ধরে মসজিদ পরিচালনা করে চলেছেন খুবই শান্তিপূর্ণভাবে।

উল্লেখ্য এই মসজিদে ইংরেজ আমলে তৈরি হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন মির্জা শামসুদ্দিন। শিলিগুড়ি শহরের বহু ঐতিহ্য বহন করে চলেছে এই বড় মসজিদ। প্রসঙ্গত আরো জানা যায়

যখন এই মসজিদটি তৈরি হয়েছিল শিলিগুড়ি শহরে তখন একদমই জনসমাগম ছিল না লোকসংখ্যা অনেক কম ছিল সেই সময়। দিন বদলেছে সময় বদলেছে বেড়েছে শিলিগুড়ির জনসংখ্যা উন্নতি হয়েছে শহরের তবে আজও ঐতিহ্য বহন করে চলেছে এই মসজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + sixteen =